কর্মক্ষেত্রে হিজাব পরার বৈধতা নিশ্চিতে আইনি পদক্ষেপ নেওয়া এক শিক্ষিকার আবেদন খারিজ করে দিয়েছে জার্মানির বার্লিন আদালত। প্রসঙ্গত, জার্মানির ১৬টি রাজ্যে কর্মক্ষেত্রে হিজাব পরা নিয়ে ভিন্ন ভিন্ন আইন রয়েছে। এছাড়া, কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক পরিধান না করার বাধ্যবাধকতা রয়েছে বার্লিনের সরকারি চাকরিজীবীদের।

বার্লিন লেবার কোর্টের বিচারক মামলার আদেশে বলেছেন, বার্লিনের শিক্ষক, পুলিশ ও বিচারালয়ের কর্মকর্তাদের ক্ষেত্রে যে ‘নিউট্রালিটি’ আইন রয়েছে তা সংবিধানের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। জার্মানিতে সর্ব পর্যায়ের সরকারি কর্মকর্তারা মুখ দেখাতে বাধ্য।

এদিকে, বার্লিনজুড়ে বুধবার আদালতের ওই রায়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বার্লিনের উদারপন্থী মসজিদের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় থেকে ধর্মীয় চিহ্ন দূরে রাখার পক্ষে প্রচারণা চালানো সেরান আতেস বার্লিন আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে, বার্লিনের মেয়র মাইকেল মুলার সেখানকার ‘নিউট্রালিটি’ আইনের প্রতি তার পূর্ণ সমর্থন জানালেও, অতি শীঘ্রই এই আইনের পরিবর্তন চান বলে জানিয়েছেন গ্রিন পার্টির এক রাজনীতিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here