কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ করবে তারা। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। পরিষদের যুগ্ম সমন্বয়ক নুরুল হক নুর বলেন, কোটা বাতিলের প্রজ্ঞাপন ও সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত বুধবার একই দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সেখানে তারা বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিলো। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন দেয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here