৩০টি ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার (১৪ মে) সকালে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেবার অভিযোগ এনে দ্রুত নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সকাল পৌনে ৯টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি।

ভোটকেন্দ্রগুলোর অবস্থা খুব খারাপ উল্লেখ করে তিনি বলেন, ভোটাররা খুব ভয়ে আছেন। হামলা-সহিংসতার আশঙ্কায় অনেকে ভোটকেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।

আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নির্বাচনে জয়ের চেষ্টা করতে পারে আশঙ্কা প্রকাশ করে মঞ্জু বলেন, ভোট ডাকাতি হলে এই নির্বাচন মেনে নেবেন না তিনি।

এর আগে গতকাল সোমবার ভোটের আগের দিনই কারচুপির শঙ্কার কথা জানিয়ে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে যেন অভিযোগের পাহাড় দাঁড় করান এই মেয়র প্রার্থী।

সোমবার সংবাদ সম্মেলনে মঞ্জু অভিযোগ করেন, নির্বাচনে পুলিশ সরকারের পক্ষ হয়ে মাঠে নেমেছে। কিন্তু তারপরও ভোটের পরিবেশ যদি সুষ্ঠু হয় তবে ভোটারদের রায় মেনে নেবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here