ইরাকে নির্বাচিত নারী কম্যুনিস্ট সংসদ সদস্য সুহাদ আল-খতিব নাজাফ থেকে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচিত এলাকাটি শিয়া মুসলিম অধ্যুষিত। এই শিক্ষয়ত্রীকে ভোটাররা দেখতে তার স্কুলে আসত। তারা তাকে একজন নারী রাজনীতিকের প্রতীক বলেই মনে করত বলে জানান সুহাদ। দারিদ্র বিমোচন আন্দোলনকারী হিসেবে তার পরিচয় দীর্ঘদিনের এবং নারী অধিকারের পক্ষে তিনি লড়ছেন। তবে এর আগে তিনি সংসদ নির্বাচনে দাঁড়াননি। নাজাফের মানুষ তাকে ভীষণভাবে চেনে।

সুহাদ বলেন, আমরা গণমানুষের সমস্যা শুনতে তাদের ঘরে ঘরে গিয়েছি, তাদের সাহায্য করেছি, গরীব মানুষের কাছে যেয়ে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হয়েছি। তবে নির্বাচন করব এমন চিন্তা কখনো করিনি। কিন্তু তার সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের চাপে তাকে নির্বাচনে দাঁড়াতে হয়। তাদের মধ্যে বিভিন্ন দলের ও মতের সমর্থক ছিলেন যারা আমাকে নির্বাচনে ব্যাপক সহযোগিতা করেছেন। আমি আশাবাদী গণপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here