চলচ্চিত্রকার দেওয়ান নাজমুল নির্মিত হাজার পর্বের টিভি ধারাবাহিক সুয়োরাণী দুয়োরাণীর রুখসানা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা সাদিয়া মির্জা। তিনি বাদশা আকরামের ছোট সৎভাই আশফাকের বেগম হিসেবে উপস্থাপিত হচ্ছেন ধারাবাহিকটিতে। দেওয়ান নাজমুল বলেছেন, ‘সবাই নায়িকা হতে আসেন। কিন্তু একমাত্র সাদিয়াকেই ব্যতিক্রম পেলাম যে নায়িকা বা প্রতিনায়িকা কোনোটার কথা না বলে সরাসরি বললো তিনি অভিনয় প্রধান একটি চরিত্র চান।’ পরিচালকের কথার রেশ ধরে সাদিয়া বলেন, ‘একজন অভিনয় শিল্পীর কাছে চরিত্রের ধরণ কেমন তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো অভিনয় করার সুযোগ কতখানি আছে সেটা খতিয়ে দেখা।’

পরিচালক দেওয়ান নাজমুল বলেন, ‘রুখসানা চরিত্রটির ১৩ জনের অডিশন নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাদিয়াই দক্ষতা দেখাতে পেরেছেন। তাই তাকে আমি কাস্ট করেছি। তার মতো অভিনয় পাগল মেয়ে আমি আগে কখনো পাইনি।’

তিনি বলেন, নেতিবাচক চরিত্রে কাজ করার মতো শিল্পী পাওয়া কঠিন। এছাড়া এখানে আরও একটি বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটা হলো নতুন নির্বাচিত শিল্পীরা সরাসরি ক্যামেরার সামনে দাঁড়াতে চায়। কিন্তু সাদিয়া গত ১৫ দিন থেকেই আমার এখানে রিহার্সাল করছে। তার মধ্যে আমি কোনো বিরক্তিবোধ দেখিনি।

সাদিয়া বলেন, ‘নাজমুল ভাইয়ের কাছে রিহার্সাল করে যা শিখেছি, আমি যদি নাজমুল ভাইয়ের এই ধারাবাহিকটিতে কাজ নাও করি, তাহলেও আমার কোনো আফসোস থাকবে না। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি যে, অভিনয় জগতে এখনো এমন অনেক লোক রয়েছেন যারা অন্যকে শিখিয়ে আনন্দ পান।’

সাদিয়া মির্জা দীর্ঘ পাঁচ বছর বিরতি দিয়ে আবার কাজে ফিরে এসেছেন। তিনি বলেন, এই সময়ে তিনি একদণ্ডের জন্যও গ্ল্যামার জগতের কথা ভুলে ছিলেন না।

২০১০ সালের ফটোসুন্দরী সাদিয়া মির্জার কর্মজীবন শুরু হয়েছিল ২০০১ সালে একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর তিনি কাজ শুরু করেন নাটকে। নীল জলের স্বপ্ন, মেঘে ঢাকা ভালোবাসা এবং তুমি শুধু তুমি হলো তার নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু গ্ল্যামার জগতের বিভিন্ন শাখায় তিনি বিচরণ করলেও নিজেকে শেষ পর্যন্ত স্থির করেছেন চলচ্চিত্রে। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে অবাধ্য সন্তান, চারিদিকে অন্ধকার, সন্ত্রাসী ধর, ফাঁসি চাই এবং ওপারে আকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here