পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীকে ৬ ইঞ্চি দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। অন্যথায় তাদের শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। এধরনের বিধি আরোপের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ বলছে বিয়ে বহির্ভুত সম্পর্কের বাইরে নারী ও পুরুষের মধ্যে স্পর্শ ইসলামে নিষিদ্ধ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ড্রেস কোড মেনে চলতেও বলা হয়েছে শিক্ষার্থীদের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি ও লাহোরে বাহরিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের আদেশ প্রশংসার পরিবর্তে সমালোচনা কুড়িয়েছে বেশি।

এক পাকিস্তানি সাংবাদিক ফুরকান সিদ্দিকী টুইট করে বলেছেন, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উচিত সঙ্গে একটি পরিমাপের ফিতা রাখা যা দিয়ে তারা বিপরীত লিঙ্গের সহপাঠীর সঙ্গে ওই দূরত্ব মাপতে পারে। শামা জুনেজো মন্তব্য করেছেন, এধরনের নির্দেশ উম্মাদনা ছাড়া কিছুই নয়। বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে যখন গাদাগাদি হয়ে যেতে হয় তখন এধরনের দূরত্ব বজায় রাখা কি করে সম্ভব হবে! দি ফেডারেশন অব অল পাকিস্তান ইউনিভার্সিটিস একাডেমিক স্টাফ এ্যাসোসিয়েশ এধরনের নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের আহবান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here