আয়ারল্যান্ডে গর্ভপাতের সমর্থনে গণভোটে গর্ভপাতবিরোধী আইন শিথিল করার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটিতে গর্ভপাত আইন শিথিল করার পক্ষে ভোট পড়েছে ৬৬ শতাংশের বেশি।

সম্প্রতি দেশটিতে গর্ভপাত আইনের কিছু পরিবর্তন আনা হয়েছিল। আইনে বলা হয়েছে, গর্ভবতী কোন নারীর জীবনহানির সম্ভাবনা থাকলেও গর্ভপাত করাতে পারবে না। এরপর থেকে আইনটি আরও শিথিল করার দাবি জোরালো হতে থাকে। পরিস্থিতি অনুধাবন করে আয়ারল্যান্ড সরকার গণভোটের সিদ্ধান্ত নেয়। শনিবার গণভোটে দেখা যায়, গর্ভপাত আইনকে আমূল পরিবর্তনের পক্ষে বিপুল ভোট পড়েছে।

আয়ারল্যান্ড সংবিধানে ভ্রূণের অধিকার ও মায়ের অধিকারকে সমান মর্যাদা দান করে। এর ফলে মায়ের জীবনের ‘ঝুঁকি’ থাকলেও তাঁর গর্ভপাত নিষিদ্ধ। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই গণভোট হয়। গণভোটে আইনটি শিথিল করার পক্ষেই জনসমর্থন দেখা যায়।

এদিকে, গর্ভপাতের সমর্থনে ‘হ্যাঁ’ প্রচারে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আইরিশ নারীরা উচ্ছ্বাস শুরু করেছে। দেশটির রাজধানী শহর ডাবলিনের রাস্তায় রাস্তায় তাদের নাচ-গান করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here