যেভাবে মাদক নিমূলের চেষ্টা করা হচ্ছে তা মাদক নির্মূলের সঠিক পন্থা নয় বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. হাফিজ উদ্দিন খান।
আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে প্রক্রিয়া মাদক নির্মূল অভিযান চলছে তাতে অনেকের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। নাগরিকের মানবিধকার লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, সাংসদ বদির বিরুদ্ধে এত অভিযোগ, তবুও তারা বলছে, বদির বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই। তাহলে যাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের বিরেদ্ধে কি এমন অভিযোগ রয়েছে, মেরে ফেলে দিয়ে তার কাছে অস্ত্র আর মাদক রেখে দিলেই কি সব হয়ে প্রমাণ গেল? এক প্রশ্নের জবাবে এম. হাফিজ উদ্দিন খান বলেন, আজকে যে মাদক এত বিস্তৃত হযেছে, এটা এরপর পৃষ্ঠা ৭, কলাম (শেষ পৃষ্ঠার পর) কি সরকার জানত না, সবই জানত। পুলিশ, সরকারি দলের অনেক লোকজন সরাসরি মাদক কারবারের সঙ্গে জড়িত।
সুতরাং এসব বিষয়ের সুরাহা না করে শুধু সাধারণ মানুষ ধরে এবং গুলি করে মেরে ফেললেই কি সব সমাধান হবে? এখানে পুরোপুরি মানবধিকার লঙ্ঘন হচ্ছে। আইনের শাসন তো নেই এখানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here