হোয়াইট হাউজ প্রায় দুই দশকের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রমজান মাসে বিশ্বের মুসলমানদের সম্মানে ইফতার আয়োজন হয়ে আসছিল। কিন্তু গত বছর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দীর্ঘদিনের এই রীতি ভেঙ্গে ইফতার আয়োজন বন্ধের বিতর্কিত সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প।

এ বছর মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে ইফতার আয়োজন করবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। আগামী বুধবার ট্রাম্প প্রথমবারের মতো ইফতার ও নৈশভোজের আয়োজন করছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে হোয়াইট হাউজে মুসলমানদের সম্মানে এই আয়োজন হয়ে আসছিল। জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও ইফতার আয়োজন করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম নেতারা, কূটনৈতিক মিশনের কর্মকর্তাসহ আইনপ্রণেতারা হোয়াইট হাউজের ইফতার ও নৈশভোজে যোগ দিয়ে থাকেন।

এ বছরের রমজানের শুরুতে শুভেচ্ছা বার্তাও দেন ট্রাম্প। প্রসঙ্গত, ট্রাম্প প্রতিনিয়ত মুসলমান ও ইসলাম নিয়ে নানা বিরূপ মন্তব্য করে সমালোচিত হন। এছাড়াও, মুসলিম অধ্যুষিত কয়েকটি দেশের জনগণদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here