প্রত্যেক সংস্কৃতিরই নিজস্ব ধরণের ও ঐতিহ্যগত পোশাক রয়েছে। উদাহরণস্বরূপ, পাকিস্তানে পুরুষ ও নারী সবাই তাদের ঐতিহ্যগত সালোয়ার কামিজ পরে থাকেন।

ইন্দোনেশিয়ায় নারীরা পরেন ‘কেবায়া’ পোশাক ও ‘কেরুদুং’ হিজাব। আবার, পশ্চিমা দেশগুলোতে ঈদের দিন একই জায়গায় অনেক বৈচিত্র্য দেখা যায়।

ফিলিস্তিনে নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত আছেন। পোশাকটিতে লাল সুতা দিয়ে করা জটিল সূচিকর্ম দেখা যায়। লাল সুতার কাজ করা সূচিকর্মের ওপর ছোট ছোট আয়না দিয়ে পোশাকটি সাজানো হয়েছে। স্থানীয়ভাবে এটি ‘থিউব’ নামে পরিচিত।

কসোভোতে সোনালী সুতার সূচিকর্মে সজ্জিত কালো ‘ওয়েস্টকোটের’ সঙ্গে ‘বো টাই’ পরে ঈদের নামাজে অংশ নিয়েছে মুসলিম শিশুরা।

উজ্জ্বল রঙের হিজাব ও লম্বা গাউন পরে একে অপরকে অভিবাদন জানান মালয়েশীয় নারীরা -পুরুষ। শিশু ও প্রাপ্তবয়স্ক, সকলেই তাদের ঐতিহ্যগত টুপি ও জোব্বা পরে আছেন। সাধারণত টুপি ও জোব্বার রঙ অভিন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here