প্রাদেশিক গভর্নর আবদুল কাফুর মালিকজাই জানান, বুধবার তালেবান দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। আর বাদগিস প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেক জানান, হামলার পর রাজ্যের বালামারগাহাব জেলার একটি সেনা ক্যাম্পের দখল নিয়েছে তালেবানরা।

তিনি জানান, বিভিন্ন দিক থেকে অসংখ্য তালেবান সদস্যরা সেনা ক্যাম্পের দিকে আসেন। তারা সেনাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী ভারী গোলাগুলির পর সেনাক্যাম্পটি দখলে নেয়। এ সময় অন্তত ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।
আজিজ বেক আরও জানান, মঙ্গলবার রাতে রাজ্যের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৫ তালেবানকে হত্যা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরে তালেবানের নজিরবিহীন যুদ্ধবিরতির পর সেনারা অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এই হামলার ঘটনা ঘটল।

তবে তালেবান তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো বিৃবতি দেয়নি। বাদগিস পুলিশের মুখপাত্র নকিবুল্লাহ আমিনি ৩০ সেনা সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় চার তালেবান সদস্য নিহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যেটি গত রোববার শেষ হয়।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে আক্রমণের পর এই প্রথম তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়।
বুধবার সকালে তিনি এই যুদ্ধবিরতি আরও ১০ দিন বাড়ানোর কথা জানান। এর ঘোষণার কয়েক ঘণ্টা পরই হামলার ঘটনা ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here