তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সমর্থকের সঙ্গে ঝগড়ায় জড়ালেন ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের (সিবিএফ) প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস নুনেস। গতকাল সকালে রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে স্থানীয় এক হোটেলের সামনে এমন ঘটনা ঘটে। ঝগড়ার একপর্যায়ে সমর্থকের মাথায় পানির গ্লাস নিক্ষেপ করেন তিনি। পরে জানা যায় সমর্থকটি ব্রাজিলেরই ছিল। এদিন কোস্টারিকা ও ব্রাজিলের ম্যাচের আগে স্থানীয় এক হোটেলে নুনেসের সঙ্গে দেখা করেন ঐ সমর্থক। সেখানেও তাদের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুনেসকে বেয়াদব বলে সম্বোধন করেন ঐ সমর্থক। এর কিছুক্ষণ পরে নুনেসকে পিছন দিয়ে আঘাত করেন তিনি। এমন তোলপাড় দেখে তাৎক্ষণিক হোটেল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনার পরই ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নুনেসকে দেশে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে তারা তদন্তের জন্য আবেদন করবে বলে জানায় সিবিএফ।

এদিন বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। গত সপ্তাহে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসরের সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here