প্রায় এগারো লাখ আটত্রিশ হাজার ভোটারের নগরে আওয়ামী লীগ ও বিএনপিসহ মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ২৫৬ ও সংরক্ষিত নারী আসনে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট নেয়া হচ্ছে। এরমধ্যে ৩৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে নগরজুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে র‌্যাব, পুলিশের পাশাপাশি ২৯ প্লাটুন বিজিবি। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের।
কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। ভোট দিয়ে আওয়ামীলীওে প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেন ভোটের ফলাফল যা ই হোক তা মেনে নেব। এবং জয়ের ব্যপাওে আমি ১০০ ভাগ আশাবাদী।

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, আমি শেষ পর্যন্ত জয়ের আশাবাদী। তবে ১০ টি ভোটকেন্দ্র থেকে বিএনপির পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।

সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে তারা এক এক করে ভোট দিতে থাকেন।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here