বিশ্বকাপের প্রথম খেলাতেই গ্যালারি মাতিয়েছিলেন রুশ সুন্দরী নাটালিয়া নেমচিনোভা। বৃটিশ ট্যাবলয়েড সান তাকে আখ্যা দিয়েছে বিশ্বকাপের সবচেয়ে আবেদনময়ী সমর্থক হিসেবে। আজ উরুগুয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচেও গ্যালারিতে উত্তাপ ছড়ান এই পর্ন তারকা। শুরু থেকেই উড়তে থাকা রাশিয়া এদিন উরুগুয়ের বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল আগেই। সানের রিপোর্টে বলা হয়, সৌদি আরবের বিপক্ষে আসরের প্রথম খেলায় গ্যালারিতে রাশিয়ান পতাকা হাতে দেখা যায় নাটালিয়াকে। পরে জানা যায়, তিনি বিভিন্ন নামে পর্ন মুভিতে অভিনয় করেছেন।২০০৭ সালে মিস মস্কো হয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে নামে এক্স-রেটেড মুভি জগতে। পেশাগত পরিচিতির বাইরে নিজ দলের একরোখা সমর্থক নাটালিয়া। এর আগেও রাশিয়ার ফুটবল ম্যাচে গ্যালারিতে দেখা গেছে তাকে। ২০১৬ সালের ইউরো আসরে দলের সমর্থনে মাঠে ছিলেন নাটালিয়া। গ্যালারিতে রাশিয়ার ঐতিহ্যবাহী মস্তকাবরণী আর লাল রংয়ের শর্টস পরিহিত দেখা যায় তাকে। গণমাধ্যমগুলোতে বলা হচ্ছিল নাটালিয়া দলের জন্য গুডলাক চার্ম। তবে, সুয়ারেজ, কাভানিদের বিপক্ষে রাশিয়া হেরে যাওয়ার পর সে তকমায় আঁচড় পড়লো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here