মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঢাকা দি-খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বলাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যে কোটার কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। তিনি বলে দিয়েছেন- কোনো কোটা নেই। তিনি বলেন, আমাদের কিছু জটিলতা আছে সেগুলো নিরসনের জন্য কাজ করছে আমাদের কেবিনেট সেক্রেটারি এবং অন্যান্যরা কাজ করছেন। এই কমিটির মাধ্যমেই তারা এই কোটা কিভাবে হবে নির্ধারণ করবেন।

যারা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যায়না। পুলিশ কখনো বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকবে না। ছাত্ররা ছাত্ররা কি করেছে সেটা জানা নেই। কোনো ছাত্র যদি বিচার চায় তাহলে আমরা দেখব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here