বৃহস্পতিবারে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ইব্রাহীম ওই উপজেলার নউপুরা গ্রামের মৃত আলতাফ উদ্দীনের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, আসামি ইব্রাহীম প্রতিনিয়ত তার স্ত্রী ছালেহা বেগমকে মারধর করতো। ২০১৩ সালের ২ নভেম্বর ছালেহাকে বেদম প্রহার করলে গুরুতর আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ছালেহাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করে। পরদিন ৩ নভেম্বর ঢাকা নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সালেহা।
ওইদিন সালেহার ভাই কাউছার আহম্মেদ ইব্রাহীমকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছাদেকুর রহমান একই বছর ৯ ডিসেম্বর ইব্রাহীম খলিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আমান উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি এবং নয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে ৩০২ ধারায় আদালত রায় ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here