ক্ষতিগ্রস্তরা জানান, ভাঙনে আমাদের সবই নষ্ট হয়ে গেছে। আমার তিনটা ঘর ছিল। সব ভেঙে গেছে। কিছুই বের করতে পারেনি। দয়া করে আল্লাহর হস্তে, আমার ঘরটি ঠিক করে দেন।

মৌলভীবাজার ত্রাণ কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত পুনর্বাসনের কাজ শুরু করা হবে। উপজেলায় পর্যায়ে ত্রাণ বিতরণের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। এদের মধ্যে কে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই অনুযায়ী সহায়তা করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের দেয়া তথ্য মতে, বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণের জন্য এক হাজার ৬২ বান্ডিল টিন ও নগদ ৩১ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here