রবিবার (১৫ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৬৫ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির মধ্যে ৩২ জন গিয়ে এই চিঠি দেন। তবে ওই সময় কার্যালয়ে বিএনপির মহাসচিবকে না পেয়ে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কাছে চিঠি হস্তান্তর করেছেন মহানগরের নেতারা। এর আগে গত ১৮ জুন বিএনপির মহাসচিবের উত্তরার বাসায় নগরের নেতারা সাক্ষাৎ করে কমিটিগুলোর নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে তাইফুল ইসলাম টিপু  বলেন, ‘আমার কাছে একটি চিঠি দিয়ে গেছে। তবে কিসের চিঠি আমি দেখিনি। কারণ এটি মহাসচিবকে দেওয়া হয়েছে। আমি চিঠিটি মহাসচিবের ফাইলে রেখে দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here