বিশ্বকাপের ২১তম আসরের ফাইনালে ফ্রান্সের কাছে হারলেও ব্যক্তিগত সাফল্যের খাতায় একটি ট্রফি যোগ করলেন মদ্রিচ। ২০১৪ সালে লিওনেল মেসিও ঠিক একই পুরস্কার পেয়েছিলেন।
আর্জেন্টাইন সুপার স্টার মেসির মতো দশ নম্বর জার্সিতে খেলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। সমর্থকরা তাকে ভালোবেসে মেসির মতোই ডাকেন ‘এলএম১০’ নামে। মেসির মতোই ২০১৮ সালের বিশ্বকাপে ছিলেন নিজ দলের অধিনায়ক। মিলটা শুধু এটুকুতে আটকে থাকলেই হয়তো খুশি হতেন এই মিডফিল্ডার।
এবারের আসরে দুর্দান্ত খেলা ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ফাইনালে উঠে।
১৯৯৮’র চ্যাম্পিয়ন স্বাগতিক ফ্রান্সের কাছেই সেমিতে ২-১ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া।
যদিও ওই আসরে প্রথমবার খেলতে এসেছিল ক্রোয়েটরা।
এবার তাদের সামনে ইতিহাস পাল্টানোর সুযোগ ছিল।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে দ্বিতীয় রাউন্ড, সেরা আট, সেরা চার এমনকি এবারের বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নেয় ক্রোয়েশিয়া।
আর বিশ্বকাপের নতুন দল হিসেবে অনেকেই হয়তো ধারণা করেছেন, এবার হয়তো নতুন দল হিসেবে ক্রোয়েটদের বিশ্বসেরা হিসেবে দেখতে পাবে ফুটবল বিশ্ব।
কিন্তু তা আর হলো না!
সেই ফ্রান্সের কাছেই ৪-২ গোলে হেরে বিশ্বকাপটা হাতছাড়া হলেও ঠিকই ফুটবলপ্রেমীদের মন জয় করেছে ক্রোয়েশিয়া।
আর দলটি ফাইনালে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন দলনায়ক মদ্রিচ।
তিনিই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। এর ফলও তিনি পেয়েছেন হাতেনাতেই।
দলকে জেতাতে না পারলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ ঠিকই পেয়েছেন মদ্রিচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here