আমিরাতে এশিয়া কাপ, জানালেন গাঙ্গুলি

0
49

বাংলা খবর ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করছে। কিন্তু এশিয়া কাপ আয়োজনের সাহস দেখাচ্ছে না রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা দেশটি।

তীব্র জ্বালানি তেলের সংকটে আছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের ছয় দলের জন্য টিম বাস পরিচালনা করার মতো জ্বালানি তেল নেই তাদের। লঙ্কান বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে, তারা এশিয়া কাপ আয়োজন করছে না।

শ্রীলঙ্কার এশিয়া কাপ বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। কেন আমিরাতে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসর বসবে তারও ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

তিনি সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার বলেছেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হবে। এই সময়ে আমিরাতই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’ টি-২০ ফরম্যাটে আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হয়ে শেষ হবে ১১ সেপ্টেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here