বৃহস্পতিবার গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

এবার এইচএসসি-সমমানের পরীক্ষার্থী ছিল ১২লক্ষ,৮৮হাজান ৭৫৭জন। এর মধ্য থেকে পাশ করেছে ৮লাখ ৫৮হাজার ৮০১জন।  দশটি শিক্ষাবোর্ডের পাশের হার ৬৬.৬৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯,২৬২ জন শিক্ষার্থী।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন।

সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।

দুপুরে সম্পুর্ণ ফলাফল জানানো হবে এবং শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত বিষয় জানাতে সংবাদ সম্মেলন করবেন।

শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া অনলাইনে (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট থেকে এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে।

সেক্ষেত্রে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে HSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। অনুরুপভাবে আলিম শিক্ষার্থীদের ক্ষেত্রে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here