সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এর সমাবেশ যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

মির্জা ফখরুল বলেন, যারা গণমাধ্যমের স্বাধীন নিয়ে চিন্তা করেন, পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ করে ধ্বংস করে দিতে চাচ্ছে। স্বাধীন মতপ্রকাশের তারা ঘোর বিরোধী। এরা ছদ্মবেশে বিভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়।
এই হামলা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ হয়েছে, আমি গতকাল তার তীব্র নিন্দা জানিয়েছি। হামলার জন্য যারা দায়ী তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সৈয়দ আবদাল আহমেদ, কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শামীমুর রহমান শামীম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here