প্রথম ওয়ানডেতে শট খেলার মুহূর্তে সাকিব আল হাসানবাংলাদেশের শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। এই মাঠ সব সময় কথা বলে ব্যাটসম্যানদের হয়ে। তাতে স্বাগতিকরা বাড়তি সুবিধা পাবে বলার অপেক্ষা রাখে না। সম্ভাবনা যখন এমন, তখন গায়ানাতেই ওয়ানডে সিরিজটা জিতে রাখার পক্ষে সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু হয়ে উঠেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম। এখানে খেলা দুই ম্যাচের দুটিতেই জয় বাংলাদেশের। সেই সুখস্মৃতি নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আরও একবার মুখোমুখি হচ্ছে মাশরাফির দল। সেন্ট কিটস বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, এমন দুর্ভাবনায় ঝুঁকি নিতে চান না সাকিব। গায়ানাতেই দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজ নিশ্চিত করতে চান, ‘আমরা চাইবো যেন শেষ ম্যাচও জিততে পারি। তবে বুধবারের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। সেন্ট কিটসেও খুব বেশি পার্থক্য হবে না। তারপরও ওখানে ওদের সুবিধা বেশি থাকবে। ভালো ব্যাটিং উইকেট হবে। রান ওখানে বেশি হবে, কারণ মাঠ ছোট। আমাদের চেষ্টা থাকবে যেন এখানেই যতটা সম্ভব ভালো করতে পারি।’

স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ এমনিতে শক্তিশালী। এরপর সেন্ট কিটসের ব্যাটিং স্বর্গে তাদের জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে। তাই দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে সাকিব, ‘প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামি। এই ম্যাচে আরও বেশি চেষ্টা করতে হবে, কারণ আমি নিশ্চিত যে ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এখানে জিতে গেলে সেন্ট কিটসে তৃতীয় ম্যাচ নিয়ে চাপে পড়তে হবে না।’

গায়ানার উইকেটের সঙ্গে সামঞ্জস্য আছে বাংলাদেশের। তাই প্রভিডেন্সে দুটি ম্যাচের দুটিতেই জিততে সমস্যা হয়নি মাশরাফিদের। সাকিবও মনে করছেন তেমনটা, ‘আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে গায়ানার উইকেটিই কেবল স্পিন সহায়ক। এখানকার ঘাস, মাটিও দেখতে বাংলাদেশের মতো। এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক। এখানে দুটি ম্যাচ খেলেছি, দুটিতে আমরা জিতেছি। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমরা সেটি নিয়েই চিন্তা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here