পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘আমি কোনও নির্দেশ দেই না, গল্প করি।’ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে কী কী নির্দেশনা দিয়েছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন চলছে। এতে সভাপতিত্ব করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।

মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ডিসিরা কোনও সমস্যায় পড়েছেন কিনা তা নিয়ে সম্মেলনে কিছু বলেছেন কিনা-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তা তো বলবো না।’

তবে তিনি বলেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রে সমুদ্র পাড় ভেঙে যাচ্ছে বলে জানিয়েছেন পিরোজপুরের ডিসি। ওই এলাকার বাঁধটা নির্মাণ করা প্রয়োজন। পিরোজপুর অঞ্চলের নদ-নদীতে সামুদ্রিক লোনা পানি চলে আসছে বলেও জানিয়েছেন ডিসি। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এটার জন্য ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী বলেন, সমস্যাগুলো একটি অঞ্চলের হলেও যখন একজন ডিসি কথা বলেন তখন বুঝতে হবে এটি পুরো বাংলাদেশে সমস্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here