বাংলাদেশ ও এদেশে তার ভক্তদের নিয়ে দারুণ উচ্ছ্বসিত বর্তমান সময়ে কলকাতায় অসম্ভব জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। কলকাতার একটি পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিন বলেন, ‘আমরা কিন্তু একটা দেশের (ভারতের) রাজ্য (পশ্চিমবঙ্গ)। আর বাংলাদেশ হচ্ছে দেশ। ফেসবুক ও অন্যান্য মাধ্যমে বুঝতে পারি, আমার ভক্তদের ৬০ ভাগ বাংলাদেশের। আমি খুবই রোমাঞ্চিত।’
এবারের ঈদে আযহায় কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান ও নুসরাত জাহান অভিনীত ছবি ‘নেকাব’। আর ঈদের পর খুব দ্রুতই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এবারই প্রথম কলকাতার প্রথম সারির নায়িকা নুসরাত, শাকিবের সঙ্গে কাজ করছেন। শাকিব ও নুসরাতের ছবিটি ঈদুল আজহায় পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। আর সাফটার (আমদানি চুক্তি) আওতায় ঈদের পরে বাংলাদেশে মুক্তি পাবে। বাংলাদেশের যখন ‘নেকাব’ ছবিটি মুক্তি পাবে, তখন ঢাকায় আসার পরিকল্পনা আছে নুসরাতের। কলকাতার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

তিন তার সাক্ষাৎকারে বলেছেন, ‘বাংলাদেশের দর্শক ভীষণ ভালোবাসতে পারে। তবে খুব জাজমেন্টাল। আমার ফ্যান পেজে যারা যুক্ত আছে, তাদের মধ্যে ৬০ ভাগই বাংলাদেশের ভক্ত। এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার। একটা রাজ্যের নায়িকা হয়েও অন্য একটা দেশের ভক্তদের কাছে প্রিয় হওয়াটা বেশ রোমাঞ্চকর ব্যাপার। বাংলাদেশের ভক্তরা আমার বিভিন্ন পোস্টে তাদের মতামত জানায়। সময় পেলে আমি দেখি, উত্তর দিই। প্রথমবার যখন আমার ছবি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগটা হারাতে চাই না।’

সহশিল্পী শাকিবের বাংলাদেশের এই নায়কের সঙ্গে কাজের বাইরে খুব একটা আলাপ নেই নুসরাতের। তবে শাকিব সম্পর্কে বেশ ভালো ধারণাই পোষণ করেন তিনি। বললেন, ‘শাকিব খান খুবই শান্ত। কাজের বাইরে আমরা আড্ডা দেওয়ার খুব একটা সুযোগ পাইনি। তবে আমার যেটা মনে হয়েছে, কাজের ব্যাপারে শাকিব খুবই আন্তরিক। দুই-তিনবার মহড়া করতাম, এরপর শর্ট দিয়ে দিতাম।’

এই ছবিটি পরিচালনা করেছেন রাজীব কুমার বিশ্বাস। আগে এই পরিচালক ‘পাওয়ার’, ‘পাগলু’, ‘বিন্দাস’, ‘খোকা ৪২০’ ছবিগুলো নির্মাণ করেন। ভৌতিক গল্পের ছবি ‘নাকাব’-এ শাকিব ও নুসরাত ছাড়া অভিনয় করেছেন সায়ন্তিকা ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here