বৃষ্টি উপেক্ষা করে নগরীর অলিগলিসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ লিফলেট বিতরণ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

গতকাল সকাল ১১টায় ধানে শীষের মনোনীত প্রার্থী মজিবর রহমান নগরীর ফিসারি রোডে থেকে তার নির্বাচনী শেষ মুহূর্তে গণসংযোগ শুরু করেন। গণসংযোগের একপর্যায়ে মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেয়র প্রার্থী সরোয়ার বলেন, সরকার তার পুলিশ দিয়ে যতই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করুক আমরা নির্বাচনের শেষ সময় পর্যন্ত মাঠে থাকবো। আমরা আগেও বলেছি সরকারি দলের মেয়র প্রার্থী নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা যেখানেই যাই পুলিশ সেখানে গিয়ে বাধা দিয়ে উঠান বৈঠক সভা ভেঙে দিচ্ছে। সরোয়ার বলেন, আমাদের এই নির্বাচন গণতন্ত্র উদ্ধার ও বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য নির্বাচন। সরোয়ার আরো অভিযোগ করেন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এপর্যন্ত ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে। এদের মধ্যে ধানের শীষের পোলিং এজেন্টও রয়েছে। উল্লেখ্য, বুধবার রাতে নগরীর পলাশপুর এলাকায় রাতে কাউনিয়া থানা পুলিশ ধানের শীষ মার্কার পোলিং এজেন্ট মো. মুসাসহ বিএনপি কর্মী মো. রাসেল ও মো. হাবীব নামের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া মো. বাদশা খন্দকার, মো. হানিফ হাওলাদার, জামাল শেখ, কারী আঃ মন্নান ও বেলায়েত হোসেন খোকনের বাসায় হানা দেয় পুলিশ। সরোয়ারের সঙ্গে গণসংযোগে অংশ নেয় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, সাবেক মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলি হায়দার বাবুল, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনোযারুল হক তারিন। পরে চৌহুতপুর এলাকায় উঠান বৈঠক করে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here