শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি সামরিক উপদেষ্টারা

0
67

বাংলা খবর ডেস্ক: সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত ও দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু কোনারপাড়া শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প এবং ঘূমধুম সীমান্ত ব্রিজ পরিদর্শন করেন তারা।

দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন ২০টি দেশের সামরিক উপদেষ্টারা।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই সফরে তারা একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং শরণার্থী শিবির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশে আশ্রিত বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যারার বিষয়ে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে জানতে সামরিক উপদেষ্টারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here