প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘পাবলিক নির্বাচনগুলোতে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না। বড় বড় পাবলিক নির্বাচনে কিছু কিছু অনিয়ম হয়ে থাকে। আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি। বরিশালে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি।’

মঙ্গলবার নির্বাচন কমিশনের অডিটরিয়ামে ‘নির্বাচনি প্রক্রিয়ায় প্রতিবন্ধী নাগরিকগণের অংশগ্রহণে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনবিদ ড. কামাল হোসেন বলেছেন, ইসির প্রতি জাতি আস্থা রাখতে পারছে না- এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ড. কামাল এটা কীভাবে দেখেন সেটা তো আমি জানি না। তার কাছে কোন জাতির কী পরিসংখ্যান আছে তাও তো জানি না। একটা কথা বলতে হলে জাতির পরিসংখ্যান হাতে নিয়ে বলতে হবে। জাতি কী তার কাছে বলেছে, আমরা আস্থা রাখতে পারছি না।’

জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ জানুয়ারির ২৮ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।’

নির্বাচনের পরিবেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন যে পরিস্থিতি রয়েছে তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা ভিন্ন ইস্যু। নির্বাচন নিয়ে তো আন্দোলনকারীরা কোনো কথা বলেনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here