কুরবানির ঈদে হাতেগোনা যে কয়েকটি পণ্য বেশি প্রয়োজন তার মধ্যে পেঁয়াজ অন্যতম। ক্রেতা চাহিদা বেশি থাকায় এসময় বেশি বাড়ে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজ ৫টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩ টাকায়। আর ১০টাকা বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৯৫ টাকায়।
পাইকারি বাজারে পেয়াজের দাম বাড়লেও দামে হেরফের নেই কোনো ধরনের চালে। প্রতি কেজি মিনিকেট ৪৮-৫৫, আটাশ চাল ৩৭-৪০, নাজিরশাইল ৫০-৬০ আর পাইজাম চাল পাওয়া যাবে ৩৯ টাকায়। তবে, দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান পাইকাররা।

দাম বাড়তে থাকা মশলার বাজার এখন অনেকটাই রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই। পর্যাপ্ত আমদানি থাকায় ঈদকে সামনে রেখে কোনো ধরনের মশলার দাম বাড়বে না বলে জানান পাইকাররা। বাজারে প্রতি কেজি এলাচ ১৬৬-১৮০০, জিরা ৩৫০ আর দেশি মসুর ডাল পাওয়া যাবে প্রতি কেজি ৭৫-৮০ টাকায়।

পাইকারি বাজারে আগের দামেই প্রতি কেজি খোলা সয়াবিন তেল ৮৬ টাকা আর প্রতি কেজি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাবে ৪৬০ থেকে ৪৯০ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here