বিএনপি কি পাগলা কুকুর, যে তাদের আতঙ্কে ভুগতে হবে? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি জানতে চাই বিএনপি কি পাগলা কুকুর। যে কুকুর কামড়ালে আমাদের আতঙ্কিত হতে হবে?
শনিবার সকালে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ‘দেখুন বিএনপি নেতারা মাঝে মাঝে এমন কিছু উদ্ধৃতি দেন, কিছু কিছু প্রবাদ নিয়ে আসেন উদ্ধৃতি হিসেবে আবার সেই কথার ফাঁদে নিজেরাই পড়ে যান। যে প্রশ্নটা আপনারা করেছেন সবাই জানে পাগলা কুকুর যখন কামড়ায় জলাতঙ্ক রোগের সৃষ্টি হয়।’

বিএনপি কে কেন পাগলা কুকুর মনে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। সে প্রশ্নটাই আমি করেছি।’

এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন: ‘জলাতঙ্ক রোগটাতো পাগলা কুকুর কামড়ালে হয়। বিএনপি কি পাগলা কুকুরে কামড়ালে বা আক্রমণ করলে আমরা আতঙ্কগ্রস্ত হব।’

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা প্রসঙ্গে কাদের বলেন আস্তে আস্তে এটার পরিবর্তন হবে, পরিবর্তন এখন হতেই হবে। গতকাল আমি গাজীপুর সাভারে গিয়েছিলাম দেখলাম বাস পরিবহন গুলোতে মামলা হচ্ছে তার মানে পুলিশ এগুলো এখন ভালোভাবে দেখছে। বাসগুলো আগে ফ্রি স্ইোলে চলতো এখন ফ্রি স্টাইলে চলার কোনো সুযোগ নেই। যেগুলোর ফিটনেস নেই সেগুলো এখন কড়া মনিটরিং এর মধ্য দিয়ে আছে। যে কারণে সমাধানের সম্ভাবনাও এগিয়ে আসছে।

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন: ‘উনি তো কোনো ফোন করেননি। আমি অনেকবার ফোন করেছি উনি অসুস্থ ছিলেন হাসপাতালে গিয়েছিলেন, আমি ফোন করেছি। তিনি বললেন যে কথা বলতে পারবেন না এজন্য তার সঙ্গে কথা হয়নি। আমাকে কল দিতে হবে এমন কোনো পূর্ব শর্ত থাকতে পারে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here