গাজীপুর, নওগাঁ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত  দুর্ঘটনাগুলো ঘটে।
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যান চাপায় সালমা বেগম (৪০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে চান্দনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

নওগাঁর পত্নীতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে শফিকুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। অপর চালক গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে মোটরসাইকেলের ধাক্কায় নজির হোসেন (৬৮) নামের আরেক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার ভালাইপুর হঠাৎপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নজির হোসেন পার্শ্ববর্তী ভালাইপুর বাজারে যাবার সময় চুয়াডাঙ্গা শহরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে নজির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, এ ব্যপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here