আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বিবৃতি

বাংলাদেশের পাবনায় দূর্বৃত্ত দ্বারা সাংবাদিক সুবর্ণ নদীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এই প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর এবং সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি এক বিবৃতিতে বলেছেন-বাংলাদেশে সাংবাদিক খুন, নিপীড়ণ ও হয়রানী আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মাত্র কয়েকদিন আগে ঢাকার রাজপথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক পরিচয়দানকারী দূর্বৃত্ত দ্বারা সাংবাদিকরা শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন। এর কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এরপর পাবনায় খুন হলেন সুর্বণ নদী। নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন-বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে সাংবাদিকরা খুন হয়েছেন। গত ১০ বছরে তিরিশের অধিক সাংবাদিক হতাহত হয়েছেন। কোন ঘটনার ন্যায় বিচারের নজির সৃষ্টি হয়নি। যা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুন্ন ও প্রশ্নবিদ্ধ করে।

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে খুন হওয়া সুবর্ণ নদীর খুনীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে সাগর-রুনীসহ অতীতে সংগঠিত সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং এসব হত্যাকাণ্ডের নেপথ্য কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here