Bangladesh's Tamim Iqbal jumps in the air as he celebrates his hundred runs during the ICC World Twenty20 2016 cricket tournament against Oman at the Himachal Pradesh Cricket Association (HPCA) stadium in Dharamsala, India, Sunday, March 13, 2016. (AP Photo /Ashwini Bhatia)
নাজমুল হোসেন শান্তকে নিয়ে শংকা এখনো কাটেনি। এবার অনিশ্চয়তা দেখা দিল তামিম ইকবালকে ঘিরে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তার মাঠে নামা নিয়ে শংকা দেখা দিয়েছে।
গেল বুধবার মিরপুরে ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে চোট পান নাজমুল। তার আঙুলের সবশেষ অবস্থার রিপোর্ট এখনও পায়নি বিসিবি। আজ পাওয়ার কথা। এর পরই জানা যাবে এশিয়া কাপে তিনি খেলতে যাচ্ছেন কি না।এর কয়েকদিন আগে সেই ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান তামিম। প্রাথমিকভাবে সেটাকে ততটা গুরুতর ভাবা হয়নি। এখন আঙুলে চিড় ধরা পড়েছে। ব্যথা না কমায় স্ক্যান করালে তাতে চিড় দেখা গেছে। এ কারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এরপর খেলতে পারবেন তিনি!

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, তামিমের হাতেও একটু চোট আছে। প্রথম ম্যাচের আগেই তা সেরে যেতে পারে। আবার নাও পারে। এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়।

এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে ১৫ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে লংকানদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করতে চান টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এজন্য যে তামিমকে খুবই দরকার হবে তার।

অবশ্য এখনো হাতে রয়েছে সাতদিন। এর মাঝে ড্যাশিং ওপেনারের সুস্থতা কামনা করছে বাংলাদেশ।

আঙুলে চোট আছে সাকিব আল হাসানেরও। তার চোটটি গুরুতর। এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন তিনি। তবে বিসিবি বস নাজমুল হাসান পাপনের অনুরোধে পরে করাতে রাজি হয়েছেন তিনি।

প্রথমে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে চোটজর্জর দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মুমিনুল হককে।

১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here