ফিলিস্তিনের পশ্চিমতীরের ‘খান আল আহমার’ গ্রামটি ইসরাইলের হাত থেকে রক্ষা করতে সেখানে প্রায় ১৫০০ বিদেশি নাগরিক প্রবেশ করেছে। ওই গ্রামটি ভেঙে ইসরাইলি বসতি নির্মাণের আদেশের পর গত ১৩ দিন সেখানে অবস্থান করছে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনিদের সঙ্গে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও বিদেশিরা যোগ দিয়েছে। বর্তমানে সেখানে প্রায় ১৫০০ বিদেশি অবস্থান করছে বলে জানিয়েছে ‘খান আল আহমার’ গ্রামরক্ষা কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আবু রাহমাহ।

সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, গ্রামটি বাঁচাতে শত শত বিদেশি সেখানে প্রবেশ করেছে। অবস্থান কর্মসূচিতে বর্তমানে দেড় হাজার বিদেশি অংশ নিচ্ছে। এছাড়া রয়েছে ফিলিস্তিনিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here