চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো  ৬জন। আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঠাকুর দীঘি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, মীরসরাই ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল আজম ও হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই সোহেল সরকার জানান সকালে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৬-৫২৩৫) ঠাকুর দিঘি এলাকায় এলে হঠাৎ ট্রাকের সামনের একটি চাকা ব্লাস্ট হয়। এতে করে ট্রাকটির মহাসড়কের পশ্চিমপাশে দাঁড়িয়ে থাকা ২টি সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজি অটোরিক্সায় থাকা চালক ও যাত্রীসহ মোট ৫জন ঘটনাস্থলেই নিহত ও ৬ জন আহত হয়। নিহতরা হলেন, জোরারগঞ্জ থানাধীন দূর্গাপুর এলাকার সামছুল হকের ছেলে শাহ আলম (৪০), আবছারের ছেলে দিদারুল আলম (৩৫), জমাদ্দার গ্রামের মহিউদ্দিন (৬০) এবং গড়িয়াইশ গ্রামের নবীর ছেলে কামরুল (২৪) ও পূর্ব দুর্গাপুরের মোশাররফ হোসেন ( ২৬)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here