মিশরের গির্জায় বোমা হামলার ঘটনার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির আদালত।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বৃহস্পতিবার আরো ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বলে নিশ্চিত করে দেশটির জুডিশিয়াল ও নিরাপত্তা বিভাগ। আসামিরা ২০১৬ থেকে ২০১৭ সালে মিশরের বিভিন্ন স্থানে বোমা হামলা পরিচালনায় অংশ নেয়। গেল এপ্রিলে আলেক্সেন্দ্রিয়া ও তানতা’য় গির্জায় ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়।

পাশাপাশি রাজধানী কায়রোর একটি গির্জায় হামলা চালালে এতে আরো ২৫ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। মিশরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের উপস্থিতি বেড়ে যাওয়ায় জরুরি সতর্কতা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here