নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে নরসিংদীর মাধবদী ও শেখের চর এলাকার পৃথক দুটি বাড়ি জঙ্গিদের আস্তানা সন্দেহে ঘিরে রেখে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা যৌথভাবে এই অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

কর্মকর্তারা জানান, গোয়েন্দা অনুসন্ধানের পর মাধবদী গদাইরচরের গাঙপাড়ে ও শেখের চরে অবস্থিত বাড়ি দুটি জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর সোমবার সন্ধ্যায় বাইরে থেকে তালা দিয়ে বাড়ি ঘিরে অবস্থান নেয় পুলিশ। দুটি বাড়ির ভেতরে কমপক্ষে পাঁচজনের থাকার সম্ভাবনা রয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান সোমবার রাতে জানান, তারা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। এর বেশি কিছু তিনি জানান নি। বাইরে কিছু বলা সম্ভব নয়।

নরসিংদীর এসপি সাইফুল্লাহ আল মামুন বলেন, এরকম তথ্য আমাদের কাছে এখনও আসেনি। যেহেতু এখন পূজার সময় তাই এ ধরণের তথ্য প্রচার হলে জনমনে ভীতি সৃষ্টি হবে। তবে অভিযানের বিষয়ে পরে জানানো হবে, বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here