নয়ন-আলী পরিষদের নির্বাচনী সমাবেশে বক্তারা : নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়

0
493

বাংলা খবর ডেস্ক : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ পরিষদ তাদের সর্বশেষ নির্বাচনী সমাবেশেও নির্বাচন কমিশনের কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয়েছে। কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, সোসাইটির বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা পক্ষপাত আচরণ করছেন। তাদের কর্মকান্ডে মনে হয় ‘নয়ন-আলী’ প্যানেল যেন তাদের প্রতিপক্ষ। নির্বাচন কমিশন অন্যায়ভাবে ‘নয়ন-আলী’ পরিষদের দু’সদস্যের মনোনয়নপত্র বাতিল ছাড়াও ‘নয়ন-আলী’ পরিষদের বিপক্ষে অনেক অনৈতিক কাজ করেছে। ‘নয়ন-আলী’ প্যানেলের প্রতিদ্বন্দ্বি ‘রব-রুহুল’ প্যানেলের সভাপতি প্রার্থী মোহাম্মদ রব মিয়া-কে জয়ী করতেই নির্বাচন কমিশন ওঠেপড়ে লেগেছে। ব্যালটে রব মিয়ার নাম সবার আগে এ গ্রুপে অন্তর্ভূক্ত করতেই তার নাম মোহাম্মদ রব মিয়ার স্থলে আব্দুর রব মিয়া করেছেন নির্বাচন কমিশন। বক্তারা বলেন, আশা করি নির্বাচন কমিশন সকলের সুবিধার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ কার্যকর গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেবেন। তারা বলেন, ‘নয়ন-আলী’ পরিষদকে বিজয়ী করার দাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। ।
সিটির কুইন্স প্যালেসে গত রোববার রাতে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে সভপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মাকসুদুল হক চৌধুরী ও শামসুল আলম লিটনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক ইনক’র সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী ও আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাবেক ট্রাষ্টিবোর্ড সদস্যএলিমুজ্জামান নুনুই, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার ও কাজী আজহারুল হক মিলন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ, বৃহত্তর কুমিল্লা সমিতির

সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, মানবাধিকার কর্মী শাহ শহীদুল হক সাঈদ, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম, আহসান হাবিব, কমিউনিটি এক্টিভিস্ট ফারুক হোসেন মজুমদার, আবদুর রব দলা মিয়া, কফিল চৌধুরী, আবদুল মুহিত,আবদুল মুসাব্বির, আবদুল মান্নান, জয় চৌধুরী, সৈয়দ এমকে জামান, শামসুল আলম লিটন, গৌস খান, জাহাঙ্গীর সরকার, নাসিম আহমেদ, আনোয়ার হোসেন, কাজী কামাল, জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, মোজাফ্ফর হোসেন, শাহেদ আহমেদ, শেখ আনসার আলী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সাইফুল ইসলাম। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে মূলধারায় বাংলাদেশকে তুলে ধরা সহ কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে জয়ী হবে। সমাবেশ থেকে কর্মী সমর্থকদের সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতা চান নেতৃবৃন্দ।

সমাবেশে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
বাংলাদেশ সোসাইটি ইনক’র আগামী ২১ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে কার্যকরী পরিষদের ১৯টি পদে ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে এই প্যানেলের দুই সদস্যের মনোয়নপত্র বাতিল করে দেয়া হয়। নির্বাচন কমিশনের চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘নয়ন-আলী’ প্যানেলের ১৭ জনের নাম প্রকাশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here