একটি বিশ্বকাপ জিতলেই অমরত্ব পেয়ে যাবেন লিওনেল মেসি। তকমা পাবেন সর্বকালের সেরা ফুটবলারের। এখনও তা সুদূর পরাহত হলেও সর্বকালের সেরা অ্যাথলেটের খেতাব পেয়ে গেলেন তিনি।
সম্প্রতি সবসময়ের সেরা অ্যাথলেট নির্বাচনে ভোট পরিচালনা করে বিশ্ববিখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টবাইবেল। তাতে মোহাম্মদ আলি, রজার ফেদেরার ও মাইকেল জর্ডানকে হারিয়ে সর্বকালের সেরা অ্যাথলেট হন মেসি।

সোশ্যাল মিডিয়া টুইটারে এ ভোট পরিচালনা করে স্পোর্টবাইবেল। তাতে ২২ হাজার ভোট পান মেসি। দ্বিতীয় হয়েছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি। সর্বকালের সেরার দৌড়ে ফুটবলের বরপুত্রের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার। শেষ পর্যন্ত মাত্র ২ শতাংশ ভোট কম পেয়ে পরাজয় বরণ করতে হয়েছে মার্কিন বক্সারকে।

বার্সেলোনার হয়ে সব জিতেছেন মেসি। তবে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি তিনি। দেশের হয়ে একটি মাত্র সোনালি ট্রফি জিতলেই সর্বকালের সেরা ফুটবলার বনে যাবেন ছোট ম্যাজিসিয়ান। তাতে বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here