বাংলাদেশ ঘরের মাঠে দীর্ঘ প্রায় আটমাস পর খেলতে নামছে। মধ্যে যুক্তরাষ্ট্রে এবং সংযুক্ত আরব আমিরাতে দর্শকবহুল মাঠে খেলেছে বাংলাদেশ। প্রবাসী বাঙালী দর্শকরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রে টি২০ ম্যাচে মিরপুরের আবহ দিয়েছে। এরপর এশিয়া কাপে মধ্যপাচ্যের বাংলাদেশি প্রবাসীরা গলা ফাঁটিয়েছে। দুই সফরে প্রবাসীদের নিরাস করেননি সাকিব-মাশরাফিবাহিনী। এবার জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে কাঙ্খিত জয় চাই ঘরের সমর্থকরা।
জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্খিত জয় শব্দটার মধ্যে অবশ্য বোঝার অনেক কিছু আছে। হারের তো প্রশ্নই আসে না বরং বড় জয় চাই সমর্থকরা। জিম্বাবুয়েকে ধবলধোলাই করে সিরিজ জিততে চাই তারা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিরও তা অজানা নয়, ‘অনেক দিন পর ঘরের মাঠে খেলতে নামছি। অবশ্যই সবাই আত্মবিশ্বাসী। সাকিব তামিম থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। সেভাবেই সবাই প্রস্তুতি নিয়েছে, সেরাটা দেওয়ার জন্য যা দরকার সবাই করেছে। কাল খেলা, সবাই যেটা চাচ্ছে সেটা যেন করতে পারে সবাই সেই চেষ্টা করছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ব্যাপারী আশাবাদী মাশরাফি বলেন, ‘সবার প্রত্যাশা, আমরা জিতব। সেটা খুবই স্বাভাবিক। তবে ওদের প্রায় সব সিনিয়র খেলোয়াড়রা দলে ফিরেছেন। আমরা তাই তাদের বিপক্ষে সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। জিতলে সবাই বলবে এটাই হওয়ার ছিল। হারলে কিন্তু ভিন্ন কথা হবে।’

জিম্বাবুয়ে সিরিজটা মাশরাফির কাছে বিশ্বকাপের প্রস্তুতি। আর তাই পরীক্ষা-নিরীক্ষা বা জিম্বাবুয়েকে হালকা করে নিচ্ছে না বাংলাদেশ দল। মাশরাফি বলেন, ‘যে প্রতিপক্ষের বিপক্ষেই খেলি না কেন, তাদের হালকা করে দেখা ঠিক না। আমার মতে, এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে এমন চারটি সিরিজ আছে আমাদের। এটা তাই আমাদের বিশ্বকাপের প্রস্তুতির ভালো সুযোগ। আমদের জন্যও খুবই ভালো হয়েছে যে জিম্বাবুয়ে তাদের সেরা দলটা পাঠিয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here