গ্রামীণফোনের গ্রাহকরা অপারেটর পরিবর্তনের দিক দিয়ে শীর্ষে রয়েছেন। গত ১ অক্টোবর থেকে চালু হওয়ার পর গত ১৮ দিনে পুরনো অপারেটর পরিবর্তন করে নতুন অপারেটরে যাওয়ার জন্য যত গ্রাহক আবেদন করেছেন, তার মধ্যে এগিয়ে আছেন গ্রামীণফোনের গ্রাহকরা।
রোববার (২১ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল নম্বর পোর্টেবিলিটির (এমএনপি) প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত ১৮ দিনে ৪৭ হাজার ৯০ জন মোবাইলফোন ব্যবহারকারী অপারেটর পরিবর্তনের আবেদন করেন। এর মধ্যে সফল হন ২৬ হাজার ৮১৭ জন গ্রাহক। সফল হওয়াদের মধ্যে গ্রামীণফোন ছাড়েন ১১ হাজার ৬৭৬ জন গ্রাহক।

তবে, গ্রামীণফোন বেশি ছাড়লেও গ্রাহকরা নতুন অপারেটর হিসেবে বেছে নিয়েছেন রবি আজিয়াটায়কে। ১৮ দিনে অপারেটর পরিবর্তন করে রবিতে গেছেন ১৬ হাজার ৯১৬ জন গ্রাহক। অন্যদিকে, অপারেটর পরিবর্তন করে বাংলালিংকে গেছেন পাঁচ হাজার ৫২৬ জন, গ্রামীণফোনের চার হাজার ৪১ এবং টেলিটকে গেছেন ৩৩৪ জন গ্রাহক।

বেশি গ্রাহক গ্রামীণফোন ছাড়লেও অপারেটর পরিবর্তনে দ্বিতীয় শীর্ষ তালিকায় রয়েছে বাংলালিংক। অপারেটরটির আট হাজার ৯১৬ জন অন্য অপারেটরে চলে গেছেন। তবে, রবি পাঁচ হাজার ৯৭৩ ও টেলিটক ছেড়েছেন ২৫২ জন গ্রাহক।

এদিকে আবেদন করেও ২০ হাজার ২৫৫ জন গ্রাহক অপারেটর পরিবর্তন করতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়াদের মধ্যে আট হাজার ৬৪২ জন গ্রাহক গ্রামীণফোন ছাড়তে চেয়েছিলেন, আর ১৩ হাজার ৪০৬ জন গ্রাহক যেতে চেয়েছিলেন রবিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here