এবারের বিপিএলের খেলোয়াড়দের ড্রাফট দুপুর ১২টায় শুরু হওয়ার পর বিপিএল গভর্নিং বডির চেয়্যারম্যান আফজালুর রহমান সিনহার শোকে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন। তারপর লটারীর মাধ্যমে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট।

এদিকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে কিনে নেয় চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চিটাগাং ভাইকিংস। আগের আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম। এবার আশরাফুল ও মুশফিককে একই দলে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here