জাদেজা, পুজারাদের নোটিস জারি

0
96

বাংলা খবর ডেস্ক:
ভারতীয় বোর্ডের অন্দরে হঠাৎই ডামাডোল। তথ্য না জানানোর অপরাধে পাঁচ কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারকে নোটিস পাঠাল জাতীয় ডোপ বিরোধী সংস্থা (‌নাডা)‌। তবে বোর্ডের দাবি, পাসওয়ার্ডের সমস্যার জন্যই ভুল বোঝাবুঝি হয়েছে। পাঁচ ক্রিকেটার হলেন চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, কে এল রাহুল, স্মৃতি মানধানা এবং দীপ্তি শর্মা। ‌নাডার ডিজি নবীন আগরওয়াল জানিয়েছেন, ‘‌অ্যাডামস’‌ সফটওয়্যারের মাধ্যমে খেলোয়াড়দের তথ্য নথিভুক্ত করা যায়। খেলোয়াড় নিজে বা তাঁর ক্রীড়াসংস্থা এই কাজ করে। তাঁর কথায়, ‘‌ক্রিকেটাররা ব্যস্ত থাকায় বিসিসিআই সাধারণত এই কাজ করে। ওরা যে ব্যাখ্যা দিয়েছে তা যুক্তিসঙ্গত। জানিয়েছে, পাসওয়ার্ড নিয়ে সমস্যা থাকার কারণেই গন্ডগোল হয়েছে। এখন সমস্যা মিটেছে।’‌ উল্লেখ্য, তিনবার তথ্য জানাতে দেরি হলে দু’‌বছর পর্যন্ত নির্বাসিত হতে পারেন খেলোয়াড়রা। তবে এই ঘটনাকে তিনবারের মধ্যে ধরা হবে কিনা, তা স্পষ্ট করেননি নবীন। বোর্ডের একাংশ এই ঘটনায় ক্ষুব্ধ। কেন সামান্য সমস্যা মেটাতে এতদিন লাগল, তারই উত্তর খুঁজছেন তাঁরা। পাশাপাশি, ক্রিকেটাররা প্রায় প্রত্যেকেই উচ্চশিক্ষিত। তাহলে কেন তাঁরা নিজেরা তথ্য জানাচ্ছেন না, প্রশ্ন উঠেছে তা নিয়েও। এক প্রবীণ কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‌লকডাউনে থাকার সময় ক্রিকেটাররা অনায়াসে কাজটা নিজেরাই করতে পারত। নাডা হয়তো এবার কিছু বলবে না। তবে সতর্ক করে দিলে কাকে দোষী বলা হবে?‌’‌ বোর্ডের তরফে কোনও উত্তর নেই। জানা গিয়েছে, বোর্ডের সমস্ত কর্মীকে ই–মেল পাঠিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বারণ করেছেন সচিব জয় শাহ। গুরুত্বপূর্ণ তথ্য বাইরে আসার কারণেই এই সিদ্ধান্ত। যদি কোনও কর্মী নির্দেশ অবজ্ঞা করেন, তাহলে প্রথমে নির্বাসন, পরে চাকরি থেকে বরখাস্ত করা হবে।‌‌‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here