কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী সৌদি আরবসহ চার দেশকে দোহার কাছে ক্ষমা চাইতে হবে। কাতারের উপ-প্রধানমন্ত্রী খালিদ আল-আতিয়া এ কথা বলেছেন।কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগ্রহের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন।
শনিবার দোহায় ‘পারস্য উপসাগরে উত্তেজনা: ফলাফল ও করণীয়’ শীর্ষক এক বৈঠকে আল-আতিয়া বক্তব্য রাখেন। তিনি বলেন, কাতারের জনগণের মধ্যে প্রবল ঐক্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার দ্রুত পদক্ষেপের ফলে কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ব্যর্থ হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে ‘মরুভূমির ডাভোস’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তৃতায় কাতারের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here