চার দেওয়ালের ভিতরে খালি গানটা রেকর্ড করেই চলে যান তারা। আদতে তারা যে কেমন দেখতে অনেক সময়ে ধারণাই করতে পারেন না ভক্তরা। আজ এমনই কিছু বলিউড গায়িকাদের দেখে নেওয়া যাক, যারা অভিনয়ে নামলে যে কোনো মুহূর্তে হার মানিয়ে দিতে পারেন বলিউড সুন্দরীদের।
মোনালী ঠাকুর : রিয়েলিটি শো থেকেই উঠে এসেছেন। এখন রিয়্যালিটি শোতে বিচারকের আসনে দেখা যায় মোনালী ঠাকুরকে। বলিউডকে একাধিক হিট গান উপহার দিয়েছেন শক্তি ঠাকুরের কন্যা মোনালী। তবে মোনালীর রূপে হার মানতে পারেন যে কোনো বলিউড অভিনেত্রী।

নীতি মোহন : সম্পর্কে তিনি কোরিওগ্রাফার শক্তি মোহনের বোন। তবে নাচ নয় বলিউডে নীতি মোহনের পরিচিতি গায়িকা হিসেবেই। ‘যব তক হ্যয় জান’, ‘বার বার দেখো’- এই সব ছবিতে গান গাইতেও দেখা গিয়েছে নীতিকে। যদিও অভিনয়ে নামলে যে কোনো অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন ৩৮ বছরের নীতি।

তুলসী কুমার : প্রয়াত প্রযোজক গুলশন কুমারের কন্যা তুলসী বহু দিন আগেই গান গেয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। কিছু মিউজিক ভিডিওতে দেখা গেলেও বলিউডে অভিনয় করতে দেখা যায়নি গায়িকাকে। তবে ৩২ বছর বয়সী এই গায়িকা হার মানাতে পারেন যে কোনো অভিনেত্রীকে।

নেহা কক্কর : তার গান শুনে ফ্যানরা ক্লিন বোল্ড হয়ে যান। পার্টি সং থেকে শুরু করে রোম্যান্টিক- সব গানেই সমান পারদর্শী নেহা। আবার তার স্টাইলেরও আলাদা কদর করেন ভক্তেরা। এ দিকে মিউজিক ভিডিওতে তার অভিনয় দেখে বোঝা দায়, তিনি গায়িকা নাকি অভিনেত্রী।

শাল্মলী খোলগাড়ে : ‘ইশকজাদে’ ছবিতে ‘পারেসান’ গানটি দিয়ে বলিউড জার্নি শুরু হয় গায়িকা শাল্মলী খোলগাড়ের। তার পরে একের পর এক হিট গান উপহার দিয়ে যাচ্ছেন বলিউডকে। আজকাল রিয়্যালিটি শোতে বিচারকের আসনেও দেখা যায় শাল্মলীকে।

কণিকা কাপুর : ‘বেবি ডল’ গানটি গেয়ে রাতারাতি শিরোনামে চলে এসেছিলেন কণিকা কাপুর। আর এখন একের পর এক হিট গান গেয়ে যাচ্ছেন গায়িকা। তার কণ্ঠস্বরের ভক্ত অনেকেই। তার থেকেও বেশি মানুষ এখন কণিকা কাপুরের ভক্ত, শুধু তার স্টাইলের জন্য।

আকৃতি কক্কর : সেই কবেই গান গেয়ে মানুষের মন জিতে আসছেন আকৃতি কক্কর। একটি বাংলা রিয়েলিটি শোতেও বিচারকের আসনে দেখা যায় তাকে। যে কোনো ঘরানার গানে সমান পারদর্শীতা দেখিয়েছেন আকৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here