এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া জানান, মঙ্গলবার যে গতকাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তারই আলোকে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে। দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

এদিকে আইনজীবীদের একাংশের আদালত বর্জনের কর্মসূচি শুরু হলেও প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ যথাসময়েই তাদের বিচারিক কাজ শুরু করেছেন। তবে আদালতে আইনজীবীদের উপস্থিতি অনেক কম দেখা গেছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও বেআইনী রায়ের বিরুদ্ধে আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here