‘তালেবানের জনক’ হিসেবে পরিচিত পাকিস্তানি ধর্মীয় নেতা মাওলানা সামি উল-হক দেশটির উত্তরাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডিতে নিহত হয়েছেন।
স্থানীয় বেশিরভাগ গণমাধ্যম মাওলানার পরিবারের সদস্যদের বরাতে জানিয়েছে, ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে তার।

তবে অন্য কয়েকটি গণমাধ্যমের দাবি, গুলি করে তাকে হত্যা করা হয়েছে।

সামি উল-হকের ছেলে মাওলানা হামিদ উল-হক জিও টিভি’কে বলেন, রাওয়ালপিন্ডিতে নিজের বাসায় ‘কয়েকবার’ ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তাকে।

‘আসরের সময় তিনি নিজের ঘরে বিশ্রাম করছিলেন। তখন তার ড্রাইভার-কাম-দারোয়ান মিনিট পনেরোর জন্য বাইরে গেল। সে ফিরে এসে দেখেন মাওলানা সামি উল-হক তার বিছানায় মরে পড়ে আছেন এবং তার শরীর রক্তে ভেসে যাচ্ছে,’ বলেন তিনি।

অন্যদিকে সামি উল-হকের ভাতিজা মোহাম্মদ বিলাল রয়টার্সকে জানিয়েছেন, তিনি তার চাচার মরদেহে ছুরি ও গুলির ক্ষত দেখেছেন।

হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

সামি উল-হক পাকিস্তানের হাক্কানিয়া মাদরাসার প্রধান ছিলেন। জঙ্গি সংগঠন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরসহ দলটির বহু সদস্য এই মাদরাসার ছাত্র ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here