৪ নভেম্বর ঘড়ির কাঁটা পিছিয়ে নিন

0
153

বাংলা খবর ডেস্ক : আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং ডে। এ দিন ঘড়ির কাঁটা পিছিয়ে নিতে হবে। এই দিন রাত ২টা সময় ঘড়ির কাটা ১ টায় নিয়ে আসতে হবে। ৪ নভেম্বর থেকে সূর্য এক ঘন্টা আগে অস্ত যাবে।
‘গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেয়া হয় যুক্তরাষ্ট্রে। ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার জার্মান উদ্যোগের দেখাদেখি যুক্তরাষ্ট্রেও এটি চালু করেন তৎকালীন নীতিনির্ধারকরা।
তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিশ্বের আরো অনেক দেশেই সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর আছে গত সপ্তাহে ‘ডে টাইম সেভিং লাইট’ পদ্ধতি স্থগিত করে আবারও আগের সময়সূচিতে ফেরত গেছে ইউরোপ। ইউরোপে অবশ্য এ পদ্ধতিতে বলা হয় ‘সামার টাইম’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here