এশিয়ায় প্রায় ৫০ কোটি মানুষ ক্ষুধার্ত: জাতিসংঘ

0
123

বাংলা খবর ডেস্ক : দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হলেও এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় অর্ধশত কোটি (৪৮ কোটি ৬০ লাখ) ক্ষুধার্ত মানুষ আছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রতিবেদনে একথা জানিয়েছে ।

প্রতিবেদনটিতে বলা হয়, এই অঞ্চলের অপেক্ষাকৃত ভালো শহর ব্যাংকক ও কুয়ালালামপুরে এমন অনেক দরিদ্র পরিবার আছে যারা তাদের শিশুকে ভালো খাবার দিতে পারে না। ভালো খাদ্যের অভাবে প্রায়ই বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় পড়ে এসব শিশু।

একটি জরিপের বরাত দিয়ে এতে বলা হয়, ব্যাংককে ২০১৭ সালে এক তৃতীয়াংশের বেশি শিশু পর্যাপ্ত খাদ্য পায়নি। অপরদিকে পাকিস্তানে মাত্র ৪ শতাংশ শিশু গ্রহণযোগ্য মাত্রার সর্বনিম্ন পর্যায়ের খাবার পেয়েছে।

এশিয়ার বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অপুষ্টিজনিত মানুষের সংখ্যা বাড়ছে। এতে বলা হয়, এসব অঞ্চলে এক্ষেত্রে গত কয়েক বছর ধরে কোনও উন্নতি নেই।

দীর্ঘ মেয়াদে, অপুষ্টির হার ২০০৫ সালের ১৮ শতাংশ থেকে ২০১৭ সালে ১১ শতাংশে হ্রাস পেলেও খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ৯ লাখ শিশু এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে এই প্রতিবেদনে উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here