এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার না করাই ভালো হবে বলে সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়।

সোমবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ৩৩ সদস্যের প্রতিনিধিদল।

সংলাপ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক ব্রিফিং এ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এ পরামর্শের কথা জানান।

তিনি বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে জনমনে একটা দ্বিধা-সন্দেহ সৃষ্টি হয়েছে। এটি একটি আধুনিক পদ্ধতি হলেও ভোটাররা এখনও ইভিএম ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেনি। আর পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করার পর ইভিএম ব্যবহার করা হোক। তাই এবার ইভিএম ব্যবহার না করাই ভালো হবে।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় পার্টির বনানী অফিস থেকে গণভবনের উদ্দেশে রওনা করেন প্রতিনিধি দল।

সন্ধ্যা ৭টার দিকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন সম্মিলিত জাতীয় জোটের নেতারা।

সংলাপের শুরুতেই দেশের উন্নয়নে সহযোগিতা করায় জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শুরু করেন শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here